বিনোদন

অঞ্জনা রহমান শপথ নিয়েছেন

বিনোদন প্রতিবেদক

অঞ্জনা রহমান শপথ নিয়েছেন আজ। মিশা-জায়েদ প্যানেলের বিজয়ী সদস্য হিসেবে অঞ্জনাই প্রথম শপথ নিলেন। বুধবার সন্ধ্যায় এফডিসিতে এসে ইলিয়াস কাঞ্চনের কাছে শপথ নেন তিনি। একত্রে কাজ করার জন্য তাগিদ অনুভব করে তিনি শপথ নেন।

অঞ্জনা রহমান সাংবাদিকদের বলেন, তিনি অপেক্ষা করেছেন দেখেছেন, তারপরে বুঝেশুনে শপথ নিয়েছেন।
এবারের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। সভাপতি পদে নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান।

পরে নিপুণের আবেদনের প্রেক্ষিতে সাধারণ সম্পাদক পদটির দাবিদার নিয়ে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। সাধারণ সম্পাদক কে হবেন সেটা এখন নির্ভর করছে আদালতের রায়ের ওপর।

এরইমধ্যে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে প্যানেলের নির্বাচিতরা শপথ নিয়েছেন। সাধারণ সম্পাদকের পদ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় জায়েদ খানের সঙ্গের কেউ শপথ নেননি।

এ বিষয়ে অঞ্জনা রহমান বলেন, আমার পূর্বের সভাপতি যদি দায়িত্ব বুঝিয়ে দিতে পারেন, তাহলে আমার শপথ নিতে অসুবিধা নেই। তাছাড়া ইলিয়াস কাঞ্চন আমার ১৭টি ছবির নায়ক। আমরা একত্রে কাজ করব এই তাগিদ থেকেই শপথ নিয়েছি।

ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে নির্বাচিত অভিনেতা মামুনুন ইমনও শপথ নেন। আগের শপথ গ্রহণের সময় শুটিংয়ে ঢাকার বাইরে থাকায় তখন অংশ নিতে পারেননি তিনি।

মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচিত কালজয়ী নায়িকা রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস ও মৌসুমী। তারা প্রত্যেকেই ইলিয়াস কাঞ্চনের নায়িকা ছিলেন। অন্যদের ছেড়ে অঞ্জনা একাই শপথ নিলেন।

সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের জয় নিয়ে জটিলতার প্রেক্ষিতে তিনি এবং তার প্যানেলের অন্য কেউই শপথ গ্রহণ করেননি। জায়েদ খান যদি আদালতের বিচারে হেরে যান, তাহলে তাদের প্যানেল থেকে জয় লাভ করা প্রত্যেকেই পদত্যাগ করবেন। তবে সে ধারণা পাল্টে ভিন্ন পথে হাঁটলেন অঞ্জনা রহমান। তাকে ফুলেল শুভেচ্ছা জানান নিপুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button