অ্যাড মুক্ত ইউটিউব ব্যাবহারের কৌশল!

ইউটিউব ব্যাবহার করেনা বর্তমানে এইরকম মানুসের সংখ্যা খুবই কম।
বিশেষ করে বিনোদন এবং সেই সঙ্গে আয়ের অন্যতম প্ল্যাটফর্ম ইউটিউব। হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এই প্ল্যাটফর্ম থেকে হাজার হাজার ডলার ইনকাম করছে।
বিনোদন থেকে শিক্ষামূলক ভিডিও দেখতে নানান অ্যাপের ভিড়ে সবার প্রথম পছন্দ ইউটিউব। তবে অ্যাড এর জন্য একটানা ভিডিও দেখা মুসকিলই বটে। যা খুবই বিরক্তিকরও।
তবে খুব সহজেই ইউটিউবে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে কাজটি সহজেই করতে পারবেন-
> সবার প্রথমে ইউটিউবে যান।
> যে ভিডিও প্লে করবেন সেটি সিলেক্ট করুন।
> এবার ভিডিওর ইউআরএল-এর মধ্যে youtube.com লেখার পরে একটি ডট (.) যোগ করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার ইউটিউব ভিডিওর ইউআরএল হয় www.youtube.com/watch, তাহলে সেক্ষেত্রে www.youtube.com./watch?v এই ইউআরএল ব্যবহার করলেই ভিডিওতে আর কোনো বিজ্ঞাপন দেখা যাবে না।
এখানে মূলত ইউআরএল-এর মধ্যে একটি ডট ব্যবহার করলে হোস্টনেম নর্মালাইজ করে না ইউটিউব। সেক্ষেত্রে হোস্টনেম ম্যাচ না করার জন্য, পেজটি একাধিক ভাগে ভিউয়ারের কাছে পৌঁছে যায়।