Sub Lead Newsখেলাধুলা

অ্যাথলেটিকস সভাপতি আলী কবির মারা গেছেন

ঢাকা নিউজ হাব ডেস্ক

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আলী কবির মারা গেছেন। ১০ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আলী কবির চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

আলী কবির প্রায় এক মাস রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এছাড়াআরও নানারোগে আক্রান্ত ছিলেন তিনি।

পেশাগত জীবনে তিনি পূর্ণ সচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ প্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ছিলেন। সচিব থাকা অবস্থায় তিনি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছিলেন৷

অবসর নেয়ার পর সরকার থেকে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মনোনীত হন৷ গত এক দশকের বেশি সময় তিনি দেশের অন্যতম শীর্ষ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। দেশের ক্রীড়াঙ্গনে অবদানের জন্য সর্বোচ্চ পদক জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছিলেন ২০১৬ সালে।

জন্ম নেন ময়মনসিংহে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক সম্পন্ন করেছিলেন। পেশাগত ও ক্রীড়া সংগঠকের ব্যস্ত জীবনের মধ্যেও তিনি বই পড়া ও লেখালেখির চর্চা করতেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button