
ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরায়শী নিহত হয়েছেন। সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর হামলায় এই আইএস প্রধান নিহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে এই হামলা চালানো হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
এক বিবৃতিতে বাইডেন জানান, “আমাদের সশস্ত্র বাহিনীর দক্ষতা ও সাহসিকতার জন্য ধন্যবাদ, আমরা যুদ্ধক্ষেত্র থেকে আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরায়শিকে সরিয়ে নিয়েছি।”
সিরিয়ায় আইএস প্রধান নিহত হওয়ার ওই অভিযান থেকে সব মার্কিনিরা নিরাপদে ফিরে এসেছে বলেও বিবৃতিতে জানিয়েছেন বাইডেন। অভিযানের পরে ১৩ জনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।
তুরস্কের সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ইদলিব প্রদেশের ওই হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক মানুষও নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র ও উদ্ধারকারী দল জানিয়েছে।
NEW — U.S. forces & helicopters have opened fire on the surrounded house in Dayr Balut, #Atmeh.
Audio clear here:pic.twitter.com/5zDPFSOz5R
— Charles Lister (@Charles_Lister) February 2, 2022
স্থানীয় সময় বৃহস্পতিবার (বুধবার ২২:০০ GMT) রাত ১২টা ৪০ মিনিটে সশস্ত্র এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলে তিন ঘণ্টা পর্যন্ত। অভিযানে মার্কিন যুদ্ধ বিমানের অন্তত তিনটি হেলিকপ্টার আতমাহ গ্রামের একটি তিনতলা বাড়িতে হামলা চালায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, সৈন্যরা মাটিতে কঠোর প্রতিরোধের সম্মুখীন হয় এবং তারা যানবাহনে বসানো ভারী বিমান বিধ্বংসী বন্দুকের গুলিতে পড়ে। হেলিকপ্টার ছাড়ার আগে দুই ঘণ্টা ধরে গোলাগুলি ও গোলাগুলির শব্দ শোনা যায়।
বিমানটি পূর্ব সিরিয়া থেকে উড্ডয়ন করেছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে আইএস এর বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন নেতৃত্বাধীন জোটের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে।