কর্ণাটকে হিজাব মামলা
মুসলিম শিক্ষার্থীদের আইনজীবীর পক্ষে রামকৃষ্ণ আশ্রম
ঢাকা নিউজ হাব ডেস্ক

শিক্ষার্থীদের হিজাব পরার বিধিনিষেধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের কর্ণাটক রাজ্যে। কর্ণাটকে হিজাব বিতর্ক নিয়ে যে মামলা চলছে সেখানে মুসলিম শিক্ষার্থীদের আইনজীবীর পক্ষে রামকৃষ্ণ আশ্রম । সূত্র: এনডিটিভি
আইনজীবীর পক্ষে রামকৃষ্ণ আশ্রম এর পুরোহিত স্বামী ভবেশানন্দ বলেছেন, হিজাব নিয়ে যে বিতর্ক চলছে তা অপ্রয়োজনীয়। এমন ঘটনা শান্তি ও সম্প্রীতির পরিপন্থি। নির্যাতিত মুসলিম শিক্ষার্থীদের পক্ষে কাজ করা আইনজীবীকে রক্ষায় কাজ করবে বলেও জানানো হয়েছে আশ্রমের পক্ষ থেকে। এর আগে ওই আইনজীবী হামলার শিকার হন।
স্কুল ও কলেজগুলোয় হিজাব পরার অধিকারের জন্য লড়াইরত শিক্ষার্থীদের রক্ষায় পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করায় ডানপন্থীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন তিনি।
স্বামী ভবেশানন্দ বলেছেন, এর মাধ্যমে দেবদত্ত হিন্দু ধর্মের কোনো ক্ষতি করেননি।
রামকৃষ্ণ আশ্রমের স্বামী ভাবেশানন্দ বলেন, স্কুল-কলেজে মুসলিম মেয়েদের পোশাক নিয়ে একটি অপ্রয়োজনীয় আলোচনা চলছে। এ ধরনের বিতর্ক তৈরি হওয়ায় আমি বেদনা অনুভব করছি। এটি নিশ্চিতভাবেই ভালো কিছু বয়ে আনবে না। কারণ এগুলো শান্তি-সম্প্রীতির পরিপন্থি।
স্বামী ভবেশানন্দ আরো বলেন, কেউ কেউ তাকে হিন্দুধর্মের বিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। এ ধারণা একেবারেই অবাঞ্ছিত ও ভিত্তিহীন। আদালতে একজন আইনজীবী তার মক্কেলের ন্যায়বিচার পেতে কাজ করেন। এটাকে হিন্দুধর্মের বিরোধী অবস্থান হিসেবে চিহ্নিত করা যাবে না।
আইনজীবী দেবদত্ত কামাত ওই দিন আদালতকে বলেন, হিজাব মুসলিমদের সংস্কৃতির অংশ, যাকে প্রভাবিত করা যায় না। আমাদের মৌলিক অধিকার এখন কলেজ উন্নয়ন কমিটির কাছে জিম্মি।