
এখন অন্য পথে যাবো
অনেকদিন খুব সহজ সরল ভালো মানুষ ছিলাম
কার জন্য ভালো থেকেছি?
কিসের আশায় ভালো থেকেছি?
আমি জানি না
জানতে চাই না
শুধু ভালো ছিলাম এইতুকু জানি
এখন অন্নই পথে যাবো
যে যাই বলে বলুক
আমার কিছু যায় আসে না
পৃথিবী আপন গতিতে চলছে
পাতা ঝরবে পাতা গজাবে।
আমি অন্য পথে গেলে
কার কি যায় আসে?
এই বিশাল পৃথিবীতে আমি একা
আমার বুকের মধ্যে একটা আকাশ ছিলো
কিভাবে? কবে? কন্দিন হারিয়ে গেলো
আমি জানতেও পারিনি
আকাশ হারিয়ে যাওয়ার সময় বুঝেছি
আমাকে অন্যপথে যেতে হবে
ডানে যাবো না, বামে যাবো না, অন্যপথে যাবো।