
আগাম শোকগাথা
জন্মের আগেই যাদের অকাল মৃত্যু সুনিশ্চিত
সে মিছির দীর্ঘ থেকে দীর্ঘতর হবে
অন্তর্ভেদী চোখে ভাসছে-
সে মিছিলে জড়ো হবে লক্ষ লক্ষ শিশু।
যে শিশুটা দু কিলোর কম ওজন নিয়ে আসবে এ পৃথিবীতে
সে শিশুটি প্রতিবন্ধী হবে
পাখির সমান মগজ নিয়ে জন্ম নেবে যে শিশু
যে শিশুটিকে জন্মের সাথে সাথে
মায়ের বুকের শাল দুধ খেতে দেয়া হবে না
সে শিশুটি প্রতিবন্ধী হবে।
বছর পূর্তির আগেই যে শিশুকে
রোগ প্রতিরোধ ঠিকা খাওয়ানো হবে না
ওরাই মৃত্যু মিছিলের
হতভাগ্য জাতির হতভাগ্য প্রজন্ম
এদের জন্যই আমার কবিতা কাঁদে
এদের জন্যই আমি আজ
লিখে গেলাম আগাম শোকগাথা।