শাবিপ্রবির শিক্ষার্থীদের আট প্রস্তাবনা মন্ত্রীর কাছে
প্রতিনিধি, শাবিপ্রবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে সুনির্দিষ্ট আট প্রস্তাবনা তুলে ধরেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে এই আট প্রস্তাবনা তুলে ধরেন তারা।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে শিক্ষামন্ত্রী ক্যাম্পাস ত্যাগের পর গোলচত্বরে আয়োজিত সাংবাদিক সম্মেলন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় আটটি প্রস্তাবনা শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করার কথা জানান শিক্ষার্থী ইয়াসির সরকার।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণসহ অন্য দাবির পাশাপাশি আটটি প্রস্তাবনা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরেছি। আমাদের বেশিরভাগ প্রস্তাবে মন্ত্রী ইতিবাচক মন্তব্য করেছেন। এগুলো নিয়ে সামনে কাজ করারও আশ্বাস দেন।
আট প্রস্তাবনা হলো:
দেশের সব বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বার্ষিক বাজেটের কমপক্ষে ৩০% গবেষণা খাতে বরাদ্দ করতে হবে।
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নূন্যতম যোগ্যতা পিএইচডি ডিগ্রিতে উন্নীত করতে হবে।
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষার্থীদের সঙ্গে নির্দিষ্ট সংখ্যক ডেমো ক্লাস নিতে হবে ও শিক্ষার্থীদের থেকে ন্যূনতম মূল্যায়ন মার্ক অর্জন করলেই তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।
নিয়োগকৃত শিক্ষকদের কাজে যোগ দেওয়ার আগে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা মূল্যায়নে গোপনীয় কোড ব্যবস্থা চালু করতে হবে।
বিশ্ববিদ্যালয়গুলোতে পুলিশের জন্য নির্মিত সব স্থায়ী স্থাপনা অপসারণ করতে হবে।
আবাসিক হলগুলো বছরের ৩৬৫ দিনই সব সুযোগ-সুবিধাসহ খোলা রাখতে হবে।
ক্যাম্পাসের উন্নয়নমূলক কাজের পরিকল্পনা উন্মুক্ত করে দিতে হবে ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মতামতকে অগ্রাধিকার দিতে হবে। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজনে উন্মুক্ত স্থাপত্য প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে।
শাবিপ্রবির চলমান সংকট নিরসনে শুক্রবার বিকেল ৩টার থেকে সিলেট সার্কিট হাউসে দীর্ঘ তিনঘণ্টাব্যাপী শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ইউজিসির সচিব ফেরদৌস আহমেদ উপস্থিত ছিলেন।
শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে শিক্ষার্থীসহ সবার কাছে দুঃখ প্রকাশ করতে পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রায় ২৬ দিন পরগতকাল বাসভবন থেকে বের হন উপাচার্য।
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে উপাচার্য বিরোধী চলমান আন্দোলন একদিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বৈঠক পরবর্তী করণীয় নির্ধারণে শনিবার বিকেলে সব শিক্ষার্থীদের নিয়ে বসার কথা জানিয়েছেন তারা।
দায়িত্ব নেওয়ার একদিন পরই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইলের অপসারণ দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।