
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৭ নম্বর সিংহরা ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষে অংকর দত্ত নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) দুপুরে সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। নিহত অংকুর সিহংরা গ্রামের দত্ত বাড়ির নেপাল দত্তের ছেলে ।সে টিউবয়েল প্রতীকের মেম্বার প্রার্থী ধনঞ্জয় বিশ্বাসের সমর্থক ছিলেন ।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, অংকুর দত্তকে আপেল প্রতীকের মেম্বর প্রার্থীর লোকজন কেন্দ্রের বাইরে নিয়ে কিল-ঘুষি মারে। তাকে গুরুতর আহত অবস্থায় সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (৫ জানুয়ারি) চট্টগ্রামের বোয়ালখালী, আনোয়ারা ও চন্দনাইশ উপজেলার ২৪ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। শীতের তীব্রতা থাকলেও সকাল ৮টা থেকে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।