
আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে শরণখোলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সুন্দরবন সহ ব্যাবস্থাপনা কমিটির উদ্যোগে উপজেলার তাফালবাড়িতে শোভাযাত্রা শেষে জেজেএস এর প্রশিক্ষণ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শরণখোলা স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তৃতা করেন, সুন্দরবন অঞ্চল সহ ব্যবস্থাপনা নেটওয়ার্ক এর সভাপতি আসাদুজ্জামান মিলন, শরণখোলা রেঞ্জের বিদায়ী কর্মকর্তা শামসুল আরেফিন, নবাগত রেঞ্জ কর্মকর্তা রানা দেব, শরণখোলা সহ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি এম ওয়াদুদ আকন, কোষাধ্যক্ষ ফরিদ খান মিন্টু, সাবেক কোষাধ্যক্ষ মাষ্টার শহীদুল ইসলাম খান, প্রতিবেশ প্রকল্পের কর্মকর্তা সুবোধ কুমার, দেবাশীষ ঘোষ, আরিফুর রহমান, টাইগার টিমের আলম হাওলাদার, পিএফ সভাপতি আবু আসলাম তুহিন ও সিপিজি সদস্য খলিল জমাদ্দার প্রমূখ।
‘সুস্থ শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন’- এ প্রতিপাদ্য বিষয় বক্তৃতা করতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, বন জীবনের জন্য অপরিহার্য।
আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে শরণখোলায় শোভাযাত্রা
বিগত বছরগুলোতে সরকারী -বেসরকারী উদ্যোগ ও সহ ব্যবস্থাপনা কমিটির তৎপরতায় বৃক্ষ নিধন ও কাঠ পাচার শূন্যের কোঠায় নেমে এসেছে। বন্যপ্রাণী শিকার ও সুন্দরবনের নদী ও খালে বিষ দিয়ে মাছ শিকারীরা বনের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। এসব চক্রের বিরুদ্ধে জনগনের সচেতনতা বাড়াতে হবে। এসব বন অপরাধীদের যে কোন মূল্যে দমন করতে হবে।
সভার শুরুতে শরণখোলা সহ ব্যবস্থাপনা কমিটির সদ্য প্রয়াত সভাপতি মরহুম মোজাম্মেল হোসেন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।