Exclusive 2আন্তর্জাতিক

আন্তর্জাতিক হলোকস্ট স্মরণ দিবস আজ

ঢাকা নিউজ হাব ডেস্ক

হলোকস্টে নিহত ৬০ লাখ মানুষের স্মরণের দিন আজ। নাৎসি আমলের ইহুদি নিধনযজ্ঞ বা হলোকস্ট-এর দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় পার হয়ে গেছে। ভয়াবহ সেই ঘটনার কালো ছায়া আজও জীবন্ত। আজ হলোকস্টের ৬৬ তম বার্ষিকী।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ১৯৪৩ সালে জার্মানির কয়েকটি নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পসহ পোল্যান্ডের আউশভিৎস এবং বির্কেনাউ কনসেন্ট্রেশন ক্যাম্পে লাখ লাখ ইহুদিকে হত্যা করেছিল নাৎসিরা। নিহত সেইসব ইহুদির প্রতি শ্রদ্ধা জানাতে জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুল্ফ বৃহস্পতিবার সকালেই গেছেন পোল্যান্ডে। ২৭ জানুয়ারিকে আন্তর্জাতিক হলোকস্ট স্মরণ দিবস হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাতিবিদ্বেষ বা ইহুদিবিদ্বেষের বশবর্তী হয়ে নাৎসি জার্মানি লাখ লাখ মানুষকে হত্যা করেছিল এই হলোকস্টের মারণযজ্ঞে৷ ভবিষ্যতে যাতে আর কখনো বিশ্বের কোথাও সেই নারকীয় মারণযজ্ঞের পুনরাবৃত্তি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে এই ২৭ জানুয়ারি দিনটিকে হলোকস্টের শিকার লাখ লাখ মানুষকে স্মরণ করে থাকে বিশ্ব।

হলোকস্টের ভয়াবহতা নতুন প্রজন্মকে বোঝাতে নানা বিভিন্ন সংগ্রহশালা তৈরি করা হয়েছে।

সেই সময়ে নাৎসিদের হাতে রোমা সম্প্রদায় নির্যতিত হলেও, এই প্রথমবারের মতো তারা হলোকস্ট স্মরণ দিবসের অতিথি হবার সম্মান অর্জন করেছে। বলা হয়ে থাকে ঐ ইহুদি নিধনযজ্ঞের শিকার হয়েছিলেন প্রায় ৬০ লাখ ইহুদি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button