রাজনীতি

আন্দোলন নস্যাৎ করতে বিভিন্ন গল্প তৈরি করবে সরকার: ফখরুল

প্রতিবেদক, ঢাকা নিউজ হাব

‘স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয়েছে সে  আন্দোলন নস্যাৎ করতে বিভিন্ন কৌশল অবলম্বন করবে সরকার ও তাদের এজেন্টরা। এ জন্য তারা বিভিন্ন রকমের গল্পও তৈরি করবে।

এ নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। আমাদের বিষয় হচ্ছে জনগণকে আরও ঐক্যবদ্ধ করে এ সরকারকে সারানো। এর বাইরে আমাদের কোনো চিন্তা নেই।’ এসব কথা বলেন বিএনপির মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যায় গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, এ সরকারের পতনের লক্ষ্যে আমরা যে গণ-আন্দোলন শুরু করেছি, সেই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য গণতন্ত্র মঞ্চ ও বিএনপি আগের কর্মসূচিগুলো পর্যালোচনা করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button