Sub Lead Newsশিক্ষা ও শিক্ষাঙ্গন

আপাতত বন্ধ থাকবে প্রাক-প্রাথমিকের ক্লাশ

প্রতিবেদক, ঢাকা নিউজ হাব

এক মার্চ থেকে খুলবে প্রাথমিক বিদ্যালয়গুলো। তবে আপাতত বন্ধ থাকবে প্রাক-প্রাথমিকের ক্লাস। করোনা সংক্রমণ কমতে থাকায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের বলেছেন, সংক্রমণ কমায় আগামী এক মার্চ প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হবে। তবে প্রাক-প্রাথমিক স্তরে সশরীরে ক্লাস আপাতত বন্ধ থাকবে ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের এক বছরমেয়াদী প্রাক-প্রাথমিক নামে শিক্ষার একটি স্তর, যা শিশুশ্রেণি নামে পরিচিত। ইংরেজি মাধ্যমের স্কুল ও কিন্ডারগার্টেনে প্লে, নার্সারি, কেজি ইত্যাদি শ্রেণি রয়েছে।

শুক্রবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, আগামী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে। এ বিষয়ে শিগগিরই অফিস আদেশ জারি করা হবে।

গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button