Top Newsখেলাধুলাফুটবল

আফ্রিকান নেশনস কাপ: চাপা পড়ে আট দর্শক নিহত

স্পোর্টস ডেস্ক

আফ্রিকান নেশনস কাপ ফুটবলে ম্যাচ শুরু হওয়ার আগে সোমবার স্টেডিয়ামে ভিড়ের মধ্যে চাপা পড়ে অন্তত আট জন প্রাণ হারিয়েছেন।

ক্যামেরুনের ইয়াউন্ডে ওলেম্বে স্টেডিয়ামে খেলা শুরুর আগে এ ঘটনা ঘটে। মধ্য আফ্রিকার দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যমের এ খবর নিশ্চিত করা হয়েছে। খবর এনডিটিভির।

এ ঘটনায় অর্ধ শতাধিক ফুটবল ভক্ত আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে স্টেডিয়ামের একটি প্রবেশপথে পিষ্ট হওয়া লোকজনকে চিৎকার করতে দেখা গেছে। তবে ছবিগুলো ওই ঘটনারই কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এক বিবৃতিতে আফ্রিকার ফুটবলের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সিএএফ জানিয়েছে, ওই স্টেডিয়ামের ঘটনাটি তাদের দৃষ্টিগোচরে এসেছে।

আফ্রিকার সর্বোচ্চ পর্যায়ের এই ফুটবল টুর্নামেন্টটির জন্য কয়েকটি নতুন স্টেডিয়াম নির্মাণ করেছিল ক্যামেরুনের কর্তৃপক্ষ। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে তেমন দর্শক না হওয়ায় কর্তৃপক্ষ এবার স্টেডিয়ামের গেট খুলে দিয়ে দর্শকদের বিনামূল্যে টিকিট দিয়েছে আর তাদের জন্য গণপরিবহণেরও ব্যবস্থা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button