
তুমি এসো এসো ফিরে হৃদয়েশ্বর
আমার অন্তরের গহীনে
আসার পথে বেজে উঠুক
গায়ত্রীর আবাহন
তুমি আসবে বলে প্রাণ ভরিয়ে
বীণা বাজিয়ে নাচন লাগে
সদ্য ফোঁটা ফুলের ঘ্রাণে
ধূপের আগুন নিভে গেলে
প্রাণ আমার বাঁচে কী করে
তোমার করুণার ভিক্ষা মাগে
গোধুলিসন্ধির নৃত্য বাজে
তুমি এসো এসো ফিরে
আমার অন্তরের গহীনে।