
আমরা সেরাটাই দিয়েই খেলব, জয়ের জন্যই খেলব। বলেন তাসকিন। ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়া জয়ের পর এবার কিউইদের বিপক্ষে সিরিজ জেতার লক্ষ্য টাইগারদের। নিউজিল্যান্ডের মাটিতে লড়াই করাও যেখানে স্বপ্নের মতো ছিল, সেখানেই দাপটে খেলে টেস্ট জিতেছে বাংলাদেশ।
কাল নয় জানুয়ারি থেকে ক্রাইস্ট চার্চে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। জয় না হোক, এই টেস্টটি ড্র করতে পারলেও সিরিজ নিজেদের করে নিতে পারবে মুমিনুল হকের দল।
বাংলাদেশ এখন এতটাই আত্মবিশ্বাসী যে ড্র নিয়ে ভাবছে না তারা। দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র তাসকিন আহমেদ ভনিতা না করেই বললেন, জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তারা।
টেস্টে নিজেদের সেরাটা ঢেলে দিতে চায় টাইগাররা। জয়ের লক্ষ্যে মাঠে নামবে দল, এমন কথা জানিয়ে তাসকিন বলেন, ওভারঅল সবার মানসিকতা ও প্রিপারেশন ভালো অবস্থানে রয়েছে। আমরা আমাদের সেরাটাই খেলব, জয়ের জন্যই খেলব। আপনারা সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।