
তখন ক্লাস সিক্সে পড়ি, একদিন আম্মুকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা আম্মু আমার স্বাধীনতা কোথায় ?
আম্মু উত্তরে বললেনঃ এখন কিসের স্বাধীনতা, বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে, স্বাধীনতা খুঁজে নিবে!
একদিন সন্ধায় স্বামীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সালমান, মেয়েদের স্বাধীনতা কোথায়? আমরা মেয়েদের কি স্বাধীনতা নেই? সখ আহ্লাদ নেই?
স্বামীর উত্তরঃ বিয়ের আগে যা করেছো করেছো এখন করা যাবে না কিছুই। লোকে কি বলবে? পরিবার সামলাও। ছেলেমেয়েদের মানুষের মতো মানুষ করো, পরে যা ইচ্ছে করতে পারবে!! সময় চলে যায় নাই।
আজ আমার ছেলে মেয়েদের বয়স কুড়িতে পা দিলো। বললাম আচ্ছা বাবাইরা বলতো, মায়েদের স্বাধীনতা কোথায়? বলতে পারিস?
ছেলে মেয়েরা আমার মস্ত বড় গম্ভীর মুখে হেসে উত্তর দিয়ে বললো।
(কি যে বলো মামুনি, এখন কি আর ওই বয়স আছে নাকি যা ইচ্ছে করবে? অনেক কিছুই করেছো জীবনে এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো)
আপনারা জানেন তো ? মেয়ের স্বাধীনতা থাকতে হয় না, ঘর হয় না, তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করে!!!
হয়তো শুনতে অপ্রিয় কিন্তু বাস্তব সত্য।