Sub Lead Newsজাতীয়ঢাকা

আরও দুটি জেব্রা অসুস্থ, মারা গেল আরও একটি

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ দুটি জেব্রার মধ্যে একটি মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৯ জানুয়ারি) পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর প্রেরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি মাসে সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং করণীয় নির্ধারণ করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ৫ সদস্য বিশিষ্ট কমিটি করে। তবে এরই মধ্যে আরও দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ল তন্মদ্ধে মারা গেল একটি।

অসুস্থ জেব্রা দুটির একটি মারা যাওয়াতে চলতি মাসেই এ নিয়ে মোট ১০টি জেব্রা মারা গেল। গত কয়েকবার এ নিয়ে বৈঠক হলেও প্রকৃত কারণ জানা যায়নি এখন পর্যন্ত।

জেব্রাগুলোর মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা দেওয়া এবং এ ধরনের অসুস্থতার কারণ উদঘাটনে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা সাফারি পার্কে এক জরুরি সভায় মিলিত হয়েছেন। শনিবার দুপুর দেড়টায় এ সভা শুরু হয়।

মেডিকেল বোর্ডের সদস্যগণ হলেন, জাতীয় চিড়িয়াখানার অবসরপ্রাপ্ত কিউরেটর ড. এবি এম শহীদুল্লাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর অধ্যাপক ড. রফিকুল আলম, অধ্যাপক আবু হাদি মো. নুর আলী খান এবং সাফারি পার্কের ভেটারেনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন।

বিশেষজ্ঞ হিসেবে সভায় যোগদান করেছেন কেন্দ্রীয় ভেটারেনারি হাসপাতালের পরিচালক ড. শফিউল আহাদ সরদার (স্বপন) এবং কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম আজম চৌধুরী (টুলু)।

প্রসঙ্গত, ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নয়টি জেব্রা মারা যায়। নয়টি জেব্রার মৃত্যুর কারণ জানতে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সাফারি পার্কে বৈঠকে বসে বিশেষজ্ঞ দল।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির। তবে ২ জানুয়ারি থেকে পার্কে জেব্রা মৃত্যু হলেও পার্ক কর্তৃপক্ষ বিষয়টি গোপন করে রেখেছিল। সোমবার রাতে পার্কে জেব্রার মৃত্যু বিষয়টি প্রকাশ পায়।

প্রাণীগুলোর শ্বাসকষ্ট শুরু হয় এবং পেট ফুলে মুখ দিয়ে ফেনা বের হয়। করোনা সন্দেহে পিসিআর ল্যাবে মৃত জেব্রাগুলোর নমুনা পাঠিয়ে পরীক্ষা করা হলেও রিপোর্ট নেগেটিভ আসে।


এই প্রসঙ্গে আগের বিস্তারিত খবরটি পড়ুন… সাফারি পার্কে নয় জেব্রার মৃত্যু

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button