
দেশে আরও ২২ জনের শরীরে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন পাওয়া গেছে। রোববার নতুন এসব রোগীর ওমিক্রনে আক্রান্তের খবর দিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)।
দেশে কোভিডের ঊর্ধ্বগতির মধ্যে এ নিয়ে মোট ৫৫ জনের শরীরে করোনাভাইরাসের নতুন এ ধরন পাওয়ার খবর এল।
জিআইএসএআইডির তথ্য বলছে, নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ১০ জন।
তাদের মধ্যে সবচেয়ে বেশি ১২ জন রাজধানীর মহাখালী এলাকার বাসিন্দা। বাকিদের মধ্যে উত্তরার চার জন, বাসাবোর দুই জন এবং চাঁনখারপুল এলাকার বাসিন্দা চার জন।
ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়াদের মধ্যে ১৪ ও ১৫ বছর বয়সী দুই নারীও রয়েছেন।
এর আগে বুধবার পর্যন্ত মোট ৩৩ জনের ওমিক্রন শনাক্তের কথা জানিয়েছিল জিআইএসএআইডি; যাদের ৩০ জনই ছিলেন ঢাকার।
বুধবার প্রথমবারের মতো ঢাকার বাইরে তিনজনের ওমিক্রন রোগী শনাক্তের খবর আসে।
ওইদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নমুনা সংগ্রহের পর তাদের জেনোম সিকোয়েন্স করে ওমিক্রনে আক্রান্তের কথা জানায।
এর আগে দেশে গত ১১ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর সরকারিভাবে জানানো হয়েছিল।
এরার ২৭ ডিসেম্বর একজন, ২৮ ডিসেম্বর চারজন, ৩১ ডিসেম্বর তিনজন, ৬ জানুয়ারি ১০ জন, ৭ জানুয়ারি একজন, ১০ জানুয়ারি নয় জন এবং ১২ জানুয়ারি তিনজনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের তথ্য আসে জিআইএসএআইডির ওয়েবসাইটে।
করোনাভাইরাসের এ নতুন ধরনে ঢাকার বাসাবো এলাকায় প্রথম শনাক্তের খবর আসে। পরে বনানী ও মহাখালীতে রোগী পাওয়া যায়। ঢাকার বাইরে যশোরে ওমিক্রন শনাক্তের পর ঢাকার চাঁনখারপুল ও উত্তরায় মিলেছে ওমিক্রনে আক্রান্ত রোগী।