
কী নিদারুণ মায়া গো সখা
রূপে মজিলাম
আমি তো রূপে নাই
তোমার কায়ায় মরিলাম।
কী যে রঙ্গ আনন্দ শ্যাম
ইন্দ্রিয় ভোগে ডুবিলাম
আমি তো ইন্দ্রিয়ে নাই
শেষে তোমায় মিশাইলাম।
কী অপরূপ লীলা গো তোমার
বাকি রাখিলা না আর কিছু
কৈশোর নিলা যৌবন নিলা
নিলা জীর্ণ টুকু।
কিসের তরে দীনবন্ধু
প্রেমানন্দের হাট বসাইয়া
বাঁশি বাজাইয়া বৃন্দাবনে
কি জাদু করাইলা ।
মিটে না তিয়াসা হে প্রাণনাথ
অন্তরে থাকো সদায়
দুঃখ সুখে কি আসে যায়
আলিঙ্গনে রেখো আমায়।