সারা বাংলা

মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন

‘আ’লীগ সরকার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মানসম্মত করে দ্বিগুন করেছে’

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনা -৪ (ঈশ্বরদী – আটঘড়িয়া) এমপি  মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বলেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র করতে জামায়াত- বিএনপি বলে আওয়ামী লীগ সরকার এদেশে কোরআন শিক্ষার মাদ্রাসা বন্ধ করছে। তাদের এই মিথ্যাচারের জবাবে বলতে চাই, আওয়ামী লীগ সরকারের সময় মাদ্রাসাসহ ধর্মীয় কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়নি। বরং সেগুলো মানসম্মত করে দ্বিগুন করা হয়েছে।

শনিবার সকালে ঈশ্বরদী শহরের নারিচা মালিথা মসজিদ পাড়ায় “ঝালেমন নেসা জামিয়াতুল কোরআনকওমী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং” এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এমপি নুরুজ্জামান আরও বলেন , আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। শেখ হাসিনা দক্ষ, যোগ্য নেতৃত্ব ও দিনরাত কঠোর পরিশ্রম করে দেশকে টেকসই আসনে নিয়ে গেছেন। এই দেশ আঞ্চলিকভাবে নেতৃত্ব দিচ্ছে। শেখ হাসিনার সরকার দেশকে উন্নয়নশীল দেশের আসনে নিয়ে গেছেন। আর বিএনপি – জামায়াত দেশকে ব্যর্থ, অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে ষড়যন্ত্র করছে। তারা দেশের দেশের সম্পদ হরিলুট করেছে। বিদেশে পাচার করেছে। দেশকে অন্ধকারে ডুবিয়েছিল। কিন্তু আজ বাংলাদেশ দেশ নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে। তাই আগামীতে শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করার আহবানও জানান এমপি ।

মরহুম ঝালেমুন নেসার নাতী ছেলে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুরাদ আলী মালিথার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস ও মরহুমার ছেলে ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা।

আলহাজ্ব আবুল খায়ের জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুলাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র আবুল হাশেম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ,সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর রহমান রুনু মন্ডল, ফজলুর রহমান সরদার, সাবেক কাউন্সিলর আহাদ আলী, কাউন্সিলর আমিনুল ইসলাম, আব্দুল লতিফ মিন্টু, ইউপি সদস্য তারা মালিথা, আজাহার আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা ও যুগ্ম আহবায়ক সজিব মালিথা, মহিলা কাউন্সিলর রহিমা খাতুন, আবুল কাশেম গোলবারসহ প্রমুখ।

উল্লেখ্য, মরহুমা ঝালেমন নুরুজ্জামান বিশ্বাসের দাদীশ্বাশুড়ি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button