
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে থানা হাজতের সামনে আসামিদের পড়ার জন্য লাইব্রেরিতে সাজিয়ে রাখা হয়েছে উপন্যাস, গল্প, কবিতা, ও ধর্মীয়সহ বিভিন্ন ধরনের বই। অপরাধমূলক কাজে লিপ্ত হওয়ার পর যাদের গ্রেপ্তার করে থানায় আনা হয় মূলত তাদের মূল্যবোধ সৃষ্টির জন্যই এই পাঠাগারটি উদ্বোধন করা হয়েছে।
এই প্রথম বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ থানায় আনুষ্ঠানিকভাবে এ পাঠাগারটি উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
পীরগঞ্জ জোনের সার্কেল এএসপি আহসান হাবিব বলেন, কেউই অপরাধী হয়ে জন্মায় না। পরিবেশ-পরিস্থিতির কারণে আমরা অনেক সময় ভুল করে আইনবিরুদ্ধ কাজ করে বসি। আবার কখনো সঠিক পথ-প্রদর্শনের অভাবে অনেকে ভুল পথে পা বাড়াই। মানুষ অপরাধ করার পর অনেকের আফসোসের সীমা থাকে না।
তাই ক্ষণিক ভুল বা অভ্যাসগতভাবে অপরাধ করে দৈনিক কিছু না কিছু মানুষ থানার হাজতে থাকেন। তাদের মধ্যে বিভিন্ন বয়সী শ্রেণি-পেশার মানুষ থাকেন। এ সব মানুষ থানা হাজতে থাকাকালীন নিজেদের অপরাধ না ভেবে যেন নিজেদের শুধরানোর প্রতিজ্ঞা নিয়ে যেতে পারেন, সে কারণেই পীরগঞ্জ থানায় ‘থানা হাজত পাঠাগার’ স্থাপন করা হয়েছে।
এএসপি আরও বলেন, এই পাঠাগারে ১০০টির মতো বই রয়েছে। ধীরে ধীরে বইয়ের সংখ্যা আরও বাড়ানো হবে।