Top Newsআন্তর্জাতিক

ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমিন জেলেনস্কি বলেছেন, রাশিয়া তার দেশের সামরিক অবকাঠামো ও সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলা চালিয়েছে।  তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। । খবর আল জাজিরার।

বৃহস্পতিবার ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে সংঘর্ষ অনিবার্য।

সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় জেলেনস্কি পুরো দেশে সামরিক আইন জারি করেন।  রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এটি আধুনিক অস্ত্র দিয়ে ইউক্রেনের সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে।

আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এক টুইট বার্তায় বলেছেন, ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করেছেন পুতিন। দিমিত্রি কুলেবা জোর দিয়ে বলেছেন, ইউক্রেন আত্মরক্ষা করবে। তিনি বলেন, পুতিনকে থামাতে হবে ও বিশ্ব অবশ্যই তা পারবে। একই সঙ্গে জয় ছিনিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন জেলেনস্কি।

কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রথম বিস্ফোরণের শব্দ শোনা গেছে বৃহস্পতিবার ভোর ৫টার কিছু সময় পর। এরপর মোট চার থেকে পাঁচবার বিস্ফোরণে ঘটেছে বলে বিবিসি, সিএনএন-সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

রাজধানী কিয়েভে অবস্থিত বিমানবন্দরে সম্ভবত হামলা চালানো হয়েছে। এক সরকারি কর্মকর্তা বিদেশি সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া । বিমানঘাঁটি ও সামরিক সদর দপ্তরে হামলা চালানো হয়েছ।

বৃহস্পতিবার সকালে টেলিভিশনের এক ভাষণে ইউক্রেনের পূর্বাঞ্চলের সংঘাতপূর্ণ এলাকায় অবস্থানরত ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান তিনি।

পুতিন সেখানকার সেনাদের অস্ত্র নামিয়ে বাড়ি ফিরে যেতে বলেছেন। তিনি সতর্ক করে বলেছেন, যে কোনো ধরনের রক্তপাতের জন্য দায়ী থাকবে ইউক্রেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button