Exclusive 2বিনোদন

কাল শপথ

ইতিহাস হয়ে থাকবেন নিপুণ

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে। ওই বছরের ১১ মে সভাপতি পদে ক্ষমতায় বসেন নায়করাজ রাজ্জাক। সাধারণ সম্পাদক নির্বাচিত হন আহমেদ শরীফ। সেই থেকে আজ অবধি চলছে পুরুষদের দাপট। ৩৮ বছর পর সেই জায়গা দখল করলেন নারী নেতৃত্ব। বিজয়ী হলেন অভিনেত্রী নিপুণ। ইতিহাস হয়ে থাকবেন নিপুণ এই কারণে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচিত জায়েদ খানের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়। ভোট কেনাসহ নানা অভিযোগ ছিল জায়েদ খানের বিরুদ্ধে। সব অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রার্থিতা বাতিল করা হয় জায়েদ খানের । এ পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণকে জয়ী ঘোষণা করে আপিল বোর্ড।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশমতো দুই সাধারণ সম্পাদককে নিয়ে সভা আহ্বান করে শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ড। এই সভায় আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এই ঘোষণা দেন।

আগামীকাল বিকেলে শপথ গ্রহণ করবেন নব নির্বাচিতরা। এ খবরটি সাংবাদিকদের জানিয়েছেন সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী সাইমন সাদিক। আগামীকাল ইতিহাস হয়ে থাকবেন নিপুণ এ শপথ গ্রহণের মাধ্যমে।

শপথ পাঠ অনুষ্ঠান সম্পর্কে সাইমন বলেন, নির্বাচন কমিশনের কোনো সদস্যকেই শপথ বাক্য পাঠের সময় আমরা দেখতে চাই না। তারা অসাধু ব্যক্তি।

সাইমন সাদিক বলেন, আমরা আপিল বোর্ডের রায়ের অপেক্ষায় ছিলাম। অবশেষে কাঙ্ক্ষিত রায় পেয়েছি। আমাদের প্যানেল থেকেই সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। এখন শিল্পীদের জন্য কাজ করতে সুবিধা হবে। আমরা সবার অনুমতি নিয়েই কাল বিকেল ৫টায় শপথ বাক্য পাঠ করতে চাই। আমাদের শপথ বাক্য পাঠ করাবেন আপিল বোর্ডের চেয়ারম্যান ও পরিচালক সমিতির বর্তমান সভাপতি সোহানুর রহমান সোহান ও আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন।

নিপুনের বিজয়ে এফডিসিতে বইছে আনন্দের বন্যা। চলচ্চিত্রের নানা সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা নিপুণকে অভিনন্দন জানান।

এবারের বিজয়ীরা হলেন, সভাপতি ইলিয়াস কাঞ্চন,  সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল হলেন সহ-সভাপতি।  সাইমন সাদিক হলেন সহ-সাধারণ সম্পাদক। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন,  আন্তর্জাতিক সম্পাদক জয় চৌধুরী, শাহনূর সাংগঠনিক সম্পাদক। দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, আজাদ খান  হলেন কোষাধ্যক্ষ।

কার্যনির্বাহী পরিষদে বিজয়ীরা হলেন অঞ্জনা সুলতানা, রোজিনা, সুচরিতা, আলীরাজ, অরুণা বিশ্বাস, অমিত হাসান, ফেরদৌস, জেসমিন, কেয়া, নাদির খান।


বিনোদনে আরও পড়ুন…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button