
প্রথম ইনিংস -এ ৩৯৫ রানে এগিয়ে থাকায় আজ (মঙ্গলবার) দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে না নেমে টাইগারদের ফলোঅন করায় নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চ টেস্টে সোমবার দ্বিতীয় দিনের শেষ বলে শরিফুল ইসলাম আউট হলে মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল। ফলোঅনের বাধা টপকাতে পারেনি অধিনায়ক মুমিনুল হকের দল। ।
দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অর্থাৎ মাউন্ট ম্যাঙ্গানুই টেস্ট জেতা সফরকারীরা ক্রাইস্টচার্চে ইনিংস হার এড়ানোর জন্য লড়ছে। ২ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ ৭৪ রান। ইনিংস হার এড়াতে এখনো ৩২১ রান করতে হবে তাদের। হাতে ৮ উইকেট। নাঈম শেখ ১৫ এবং অধিনায়ক মুমিনুল ২ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।
সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের শুরু থেকেই দাপট স্বাগতিকদের। প্রথম ইনিংস-এ ৫২১ রান তুলে ইনিংস ঘোষণা করে কিউইরা। পরে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১২৬ রানে অলআউট বাংলাদেশ। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা। প্রথম ইনিংসে ৭ রান করা এ বাঁহাতি দ্বিতীয় ইনিংসে করেন ২১ রান।
নাঈমকে নিয়ে ওপেন করতে নেমে ২৭ রানের পার্টনারশিপ গড়েন সাদমান। তিনি কাইল জেমিসনের শিকার হয়ে ফিরলে ভাঙে এই জুটি। জেমিনসনের লেগ স্টাম্পের ওপরের বল। উইকেটের পেছনে টম ব্লান্ডেল দারুণ এক ক্যাচ নিয়ে সাজঘরের পথ দেখালেন বাঁহাতি ওপেনারকে।
প্রথম ইনিংসেও অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন। এবারও বাজে শটে উইকেট উপহার দিয়ে এলেন প্রতিপক্ষকে। সাদমানের আউটের পির ক্রিজে এসে অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাট করতে থাকেন শান্ত।
প্রথম সেশনের শেষ ওভারে ঠিক আগের ওভারে নেইল ওয়েগনার বাউন্সার তেড়েফুঁড়ে মারতে যান শান্ত। পুল শটে গড়বড় করে বসেন এই বাঁহাতি। ধরা পড়েন লং লেগে দাঁড়িয়ে থাকা ট্রেন্ট বোল্টের হাতে। ৩৬ বল খেলে ২৯ রান করে আউট হন শান্ত। যেখানে বাউন্ডারি থেকেই নিয়েছেন ২৬ রান।