Sub Lead Newsআন্তর্জাতিক

ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেছে পাকিস্তান।  দেশটির এই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানামাত্র দুদিনের জন্য  শুক্রবার স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট।

ইমরান খানকে বিচার আদালতে শনিবারের (১৮ মার্চ) শুনানিতে হাজির হওয়ার সুযোগ দিতেই পরোয়ানা স্থগিত করা হয়েছে।

পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ইসলামাবাদ জেলা ও দায়রা আদালত এবং পুলিশকে নির্দেশ দিয়েছেন আইএইচসির প্রধান বিচারপতি আমের ফারুক।

আইনি জটিলতায় জর্জরিত ইমরান খান কয়েকদিন ধরে জামান পার্কের বাসভবনে কার্যত অবরুদ্ধ ছিলেন। পুলিশ ও রেঞ্জার্সের যৌথ দল দীর্ঘসময় চেষ্টা করেও তাকে গ্রেফতার করতে পারেনি। পিটিআইর হাজার হাজার কর্মী-সমর্থকের বাধায় ইমরানের বাড়িতে ঢুকতে ব্যর্থ হয় নিরাপত্তা বাহিনী।

ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা স্থগিত

ইমরান খানকে গ্রেফতারের জন্য ইসলামাবাদ পুলিশের একটি দল সোমবার থেকেই লাহোরে ছিল। তবে পিটিআই চেয়ারম্যানের গ্রেফতার ঠেকাতে তার জামান পার্কের বাড়ি ঘিরে রাখে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

পুলিশ জানায়, তোশাখানা মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে তারা ইমরান খানকে গ্রেফতার করতে গেছে। তার বিরুদ্ধে চলমান চারটি মামলার মধ্যে কেবল এই একটিতেই গ্রেফতারি পরোয়ানা কার্যকর ছিল।

পিটিআই কর্মীদের সঙ্গে সংঘর্ষে ইসলামাবাদের ডিআইজিসহ অন্তত অর্ধশত পুলিশ সদস্য আহত হয়েছেন। আর পুলিশের ছোড়া টিয়ারগ্যাসের ক্যানন ইমরান খানের বাড়ির ভেতরে গিয়ে পড়েছে বলে জানিয়েছে পিটিআই।

গ্রেফতারে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত বুধবার রাতে পিছু হটে নিরাপত্তা বাহিনী। এর পরপরই উল্লাসে মেতে ওঠেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। অবশ্য গ্রেফতার অভিযান স্থগিত করার পেছনে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হওয়ার কথা জানিয়েছে পুলিশ। পৃথকভাবে লাহোর হাইকোর্টও এ বিষয়ে হস্তক্ষেপ করে অভিযান স্থগিত করার নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button