Exclusive 2জাতীয়

সার্চ কমটির বৈঠক

ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইবে

প্রতিবেদক, ঢাকা নিউজ হাব

নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইবে সম্প্রতি গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটি। তার আগে তারা মতামত নিতে বসবে সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এর আগে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সার্চ কমিটির এ বৈঠক শুরু হয়। প্রায় ৩ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ব্রিফ করেন তিনি।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রথম বৈঠকে আমরা নিজেদের মধ্যে পরিচয় পর্ব শেষ করেছি। ২৪ ফেব্রুয়ারির মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আগামী মঙ্গলবার কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। তার আগে আমরা শনিবার ও রবিবার সিভিল সোসাইটি (সুশীল সমাজ) ও সাংবাদিকদের সঙ্গে বসবো বলে উল্লেখ করেন তিনি।

কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বৈঠকে অংশ নেন।

নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত শনিবার (৫ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে নবগঠিত বর্তমান সার্চ কমিটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button