Sub Lead Newsসারা বাংলা

ঈশ্বরদীতে কুকুরের কামড়ে ১৫ শিশু আহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের বড়ইচারা দক্ষিণপাড়া এলাকায় পাগলা কুকুরের কামড়ে ১৫ শিশু আহত হয়েছে।
শুক্রবার(৩ ফেব্রুয়ারি) বিকেলে সলিমপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় বাড়ির পাশেখেলার সময় পাগলা কুকুর তাদের কামড় দিয়ে আহত করে।

আহতরা হলো উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের আকাল উদ্দিনেরমেয়ে আনিকা খাতুন (৩), জয়নগর মাদ্রাসা এলাকার জামাত আলীরছেলে মাহাদি (৯), মিরাজুল ইসলামেরছেলে আল আমিন (৩), বড়ইচারা এলাকারসোহাগহোসেনেরছেলেমোরসালিন (৪০, একই এলাকারসোহেলেছেলে আদিয়ান (৩),সাহাপুর এলাকার মিন্টু মিয়ারছেলে তানভিরসহ (৬) অন্তত ১৫ শিশু।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল পারভেজ, সলিমপুর ইউপিচেয়ারম্যান আমজাদহোসেন বাবলু মালিথা ও ওয়ার্ডমেম্বার মিনারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল পারভেজ জানান, পাগলু কুকুড়ের কামড়ে আহত হয়ে ১৫ শিশু বিকেলে হাসপাতালে আসে। তাদের প্রত্যেককে প্রতিষেধক প্রদান করা হয়েছে। এরমধ্যে ৭জনের নাম জরুরীভাবে নথিভুক্ত করা হয়েছে।

গলিমপুর ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা জানান,বেওয়ারিশ ও পাগলা কুকুড়ের উপদ্রববেড়েগেছে। কুকুরের কামড়ে একই এলাকার ১৫ শিশু আহত হয়েছে। এই বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পদক্ষেপনেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button