সারা বাংলা

ঈশ্বরদীতে বিশৃঙ্খলার দায়ে বাজারে অটো প্রবেশ নিষিদ্ধে পৌরসভা অবরুদ্ধ

ঈশ্বরদী প্রতিনিধি

ঈশ্বরদী শহরজুরে অটোবাইকের বিশৃঙ্খলায় জনজীবন দুর্বিষহ। সেই বিশৃঙ্খলা আরো ভয়াবহতা ছড়িয়েছে বাজার এলাকায়। বাজারের শতভাগ রাস্তা যেন অটোবাইকের দখলে। ফলস্রুতিতে বাজার এলাকায় যানজট যেন নিত্যদিনের সঙ্গী ঈশ্বরদী বাসীর। সেই যানজট থেকে বাজার এলাকাকে মুক্ত রাখতে ঈশ্বরদী ট্রাফিক পুলিশ বুধবার সকাল থেকে বাজার এলাকায় অটো রিক্সা বন্ধ ঘোষণা করলে বাধে বিপত্তি।

সেই বিপত্তির অংশ হিসেবে উপজেলার প্রায় সকল অটো রিক্সা চালকরা প্রতিবাদস্বরুপ ঈশ্বরদী পৌরসভা গাড়ী দিয়ে অবরুদ্ধ করে রাখেন। এ সময় তারা তাদেরকে বাজার এলাকায় গাড়ী প্রবেশের সুযোগ দিতে হবে মর্মে অনুমতি চান মেয়রের কাছে।

এদিকে ঈশ্বরদী পৌরসভা মেয়র ইসহাক আলী মাথিলা পবিত্র ওমরা হজ্ব পালন করতে সৌদিতে অবস্থান করায় ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র আবুল হাশেম অটো রিক্সা চালকদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা করেন।

ঈশ্বরদী বাজার এলাকার অটোরিক্সা লাইনম্যান শামিম জানান, বাজার এলাকায় অটোরিক্সা এলোমেলো ভাবে রাখার কারনে সব সময় শহরে জ্যাম লেগেই থাকে সেই কারনে টিআই নজরুল ভাই কয়েক দিন ধরেই আমাদেরকে বলছে কিন্তু চালকরা সেটা না মানায় আজ সকাল থেকে বাজার এলাকায় (ফকিরের বটতলা থেকে চাঁদআলী মোড় পর্যন্ত) সকল প্রকার অটো রিক্সা প্রবেশ নিষেধ করেন। এর পর আমরা অটো নিয়ে বাজারে প্রবেশের অনুমতির দাবিতে পৌরসভায় যায়। তবে প্যানেল মেয়র আমাদের সমস্যার সমাধান করে দিয়েছেন।

ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র আবুল হাশেম জানান, বাজার এলাকায় যানজট নিরসনের বিষয়টি নিয়ে চালকদের সাথে কথা বলে মিটিয়ে ফেলেছি। তবে তারা যদি বাজার এলাকায় নিয়ম ভঙ্গ করে আবারো বিশৃঙ্খলা করেন তবে সে দায় তাদেরকেই নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button