সারা বাংলা

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর আকস্মিক মৃত্যু

ঈশ্বরদী নাগরিক কমিটির উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদী সাহিত্য-সাস্কৃতিক পরিষদর সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার, ও ‘সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদী’র ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর আকস্মিক মৃত্যুতে তার জীবনকীর্তির উপর স্মরণ সভা করার সিদ্ধান্ত নিয়েছে নাগরিক কমিটি ঈশ্বরদী।

ওই স্মরণ সভাকে কেন্দ্র করে প্রস্তুতিসভা করেছে নাগরিক কমিটি। নাগরিক কমিটি ঈশ্বরদীর আহ্বায়ক অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান কামালের সভাপতিত্বে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আ.ত.ম শহীদুজ্জামান নাসিম, ঈশ্বরদী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবুল হাসেম, ফান্টু’র সহোদর মোঃ ওহিদুর রহমান ঝন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান টিপু, মাহবুবুল হক দুদু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহ সাধারণ সম্পাদক সেলিম সরদার, জেলা সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রাজ্জাক, খেলাঘরের মোঃ হাসানুজ্জামান, জাসদের রশিদুল আলম বাবু, বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব শহিদুল ইসলাম, সতীর্থ থিয়েটারের আতাউর রহমান বাবলু, ই.ম শহীদুল ইসলাম, স্বজন সমাবেশের মোঃ আফছার আলী, সমকাল সুহৃদের আর কে বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক, সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক জুলমত হায়দার, উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক দেবদুলাল রায়, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, কাউন্সিলর ফিরোজা বেগম, রেলওয়ের টিটিই আবদুল আলিম মিঠু, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি আব্দুর রহমান মিলনসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ ।

নাগরিক কমিটির সদস্য সচিব ও ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণের সঞ্চালনায় প্রস্তুতিসভায় মুক্তিযোদ্ধা,সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন সামাজিক-পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতিসভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button