Top Newsশিক্ষা ও শিক্ষাঙ্গনসিলেট

উপাচার্যের পদত্যাগ দাবিতে অনড় শিক্ষার্থীরা

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) টানা ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। পুলিশের হামলার কারণে উপাচার্যকে দায়ী করে তার পদত্যাগ দাবিতে অনড় রয়েছেন তারা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। গতকাল (সোমবার) থেকে গণস্বাক্ষর সংগ্রহ করছি। আজ এ স্বাক্ষর সম্বলিত চিঠি ডাকযোগে রাষ্ট্রপতি বরাবর পাঠানো হবে। আমরা রাষ্ট্রপতির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। তবে আমাদের আন্দোলনও অব্যাহত থাকবে।

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট বডির পদত্যাগসহ তিন দফা দাবিতে রোববার (১৬ জানুয়ারি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যায় তাকে উদ্ধার করতে হলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর হামলার ঘটনায় উপাচার্যকে দায়ী করে এদিন সন্ধ্যা থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button