
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশের বাধ্য বাধকতা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছুটা দেরি হতে পারে।
শুক্রবার (৭ জানুয়ারি) সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি প্রফেসর নেহাল আহমেদ।
তিনি বলেন, গত নভেম্বর মাসে আমাদের এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়েছে। ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করতে পেরেছি। ফলে এইচএসসি পরীক্ষার ফলও এক মাসের মধ্যে প্রকাশের লক্ষে কাজ করা হচ্ছে।
ঢাকা বোর্ড চেয়ারম্যান আরও জানান, এবার তিনটি বিষয়ে এইচএসসি পরীক্ষা হয়েছে। এজন্য এইচএসসির খাতা দেখতে কিছুটা বেশি সময় লাগবে বলেই ধরে নেয়া হয়েছে। তবে আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এর সর্বোচ্চ চেষ্টা করবো।