সাহিত্য

এই শীতে

মোমিন মেহেদী

এই শীতে হাসি দিতে
তৈরি থাকি কাজে
আমার কেবল সত্যি বলি
এসব কাজই সাজে

আমার সাথে থাকে এলেক্স
থাকে শান্তার হাসি
আমরা বাজাই সকাল-বিকাল
লোভ মোহহীন বাঁশি

এই বাঁশিটা নীতির বাঁশি
প্রীতির বাঁশি তাই
নতুন ধারার রাজনীতিতে
কোনই লোভ নাই

নাই কোন ক্ষোভ তাদের উপর
যারা করে রাজনীতি
নতুন ধারার লক্ষ্য- ‘সেবা’
চলছে সেবার কাজনীতি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button