Sub Lead Newsশিক্ষা ও শিক্ষাঙ্গন

একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ হবে আজ রাতে

প্রতিবেদক, ঢাকা নিউজ হাব

একাদশ শ্রেণিতে কলেজ ও মাদ্রাসায় ভর্তি আবেদনের ফলাফল আজ (শনিবার) রাত ৮টায় প্রকাশ করা হবে। এ তথ্য ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মোহাম্মদ মনসুরুল আলম নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর কলেজে ভর্তির জন্য প্রায় ২৫ লাখ আসন রয়েছে। অপরদিকে ভর্তির জন্য মোট আবেদন করেছেন ১৫ লাখ ৭৬ হাজার ১৪১ জন শিক্ষার্থী।

প্রতিটি শিক্ষার্থীর সর্বনিম্ন পাঁচটি আর সর্বোচ্চ ১৩টি পর্যন্ত কলেজে আবেদনপত্র পছন্দ করার সুযোগ পেয়েছে। সে হিসেবে উল্লেখিত আবেদনকারীরা মোট ৮৫ লাখ কলেজ পছন্দ করেছেন বলে জানান তিনি।

গত ৮ জানুয়ারি উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের অনলাইন ভর্তির আবেদন শুরু হয়। আবেদন শেষ হয় ২৩ জানুয়ারি রাত ১২টায়। চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় ৮ জানুয়ারি।

আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। আগামী শিক্ষাবর্ষেও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে আগের মতোই এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ভর্তির জন্য কোনো পরীক্ষা দিতে হবে না। শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কলেজ বণ্টনের ক্ষেত্রে একমাত্র মানদণ্ড হিসেবে কাজ করবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button