সাহিত্য

একুশে ফেব্রুয়ারি

কবিতা, জাহিদ হাসান

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লেখা কবিতা ‘একুশে ফেব্রুয়ারি’। কবিতাটি লিখে পাঠিয়েছেন নতুন প্রজন্মের তরুণ কবি জাহিদ হাসান।

একুশে ফেব্রুয়ারি

আমার ভাইয়ের রক্ত
মায়ের মুখে বাণী করেছে শক্ত।
সেদিন রং হারিয়েছে কৃষ্ণচূড়া ফুল,
আমার ভাইয়ের রক্তে।

হিমেল শীতের হাওয়া,
ঝড়েছে কৃষ্ণ চূড়া ফুল কোথায় কৃষ্ণচূড়া ফুল?
এতো দেখি আমার ভাইয়ের রক্ত।

অগ্নি ঝরা রক্ততে,
সেদিন পাঠ করেছেন লক্ষ সেনা স্বাধীনতার মন্ত্র।
সেদিন আমার ভাইয়ের বজ্র কন্ঠে উত্তাল মিছিলে
জনসমুদ্র হয়ে উঠে বাংলার রাজপথ।

সেদিন আমার ভাইয়ে আত্মত্যাগে
বাংলার বাউল গান আজ ও শুনতে পাই।
আমার ভাইয়ের রক্ততে,
স্বৈরাচারী নিপাতের মন্ত খোঁজে পেয়েছিলো যন্ত্র।

রোদ্র দুপুরে লুঠিয়ে পড়ছে লালচে ফুল,
কোথায় লালচে ফুল?
এত দেখি আমার মায়ের কুল।
শুনেছি রাজপথে রক্তাত্ব প্রতিবাদ,
সেদিন ছিলো একুশে ফেব্রুয়ারি।

বলিষ্ঠ উচ্চ কন্ঠে স্বরে এক হয়েছে জনপদ,
সেদিন ছিলো একুশে ফেব্রুয়ারি।
আকাশে থেকে পড়ছে বজ্র বৃষ্টি।
কোথায় বজ্র বৃষ্টি?
এতো দেখি আমরা ভাইয়ের রক্ত।

এরকম আরও পড়ুন সাহিত্যে

Google News এ পড়ুন Dhaka News Hub

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button