
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নতুন গান প্রকাশ করলেন আসিফ আকবর। উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ কবির সুমনের কথা ও সুরে একুশে ফেব্রুয়ারির ডাক শিরোনামের গানটির ভিডিওচিত্র ১৯ ফেব্রুয়ারি প্রকাশ হয়েছে।
আর্ব এন্টারটেনমেন্টের প্রযোজনায় আসিফ নামের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করা হয়েছে।
একুশে ফেব্রুয়ারির ডাক সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
কবির সুমন বলেন, আমার জীবন সায়াহ্নে আসিফ আকবর আমার উপযুক্ত সম্মান দিয়ে আমার লেখা, সুর করা গান চেয়ে নিয়েছেন। অ্যারেঞ্জমেন্টের আইডিয়াও দিয়েছি কয়েকবার।
তার মতো বড় গলায় উপযুক্ত উচ্চারণে ও সুরে-ছন্দে আধুনিক বাংলা গান এই উপমহাদেশে আর কেউ গাইতে পারেন বলে আমি মনে করি না।
আসিফ আকবরের মতে কবির সুমনের মতো সংগীতজ্ঞ আমার জন্য গান তৈরি করছেন। এটাই আমার জন্য অনেক বড় পাওয়া।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কবির সুমন গানটি আমার জন্য লিখে ও সুর করে পাঠিয়েছেন। বরাবরের মতো যথাযথভাবেই তা গাওয়ার চেষ্টা করেছি।