বলিউডবিনোদন

এপিক ডিজাস্টার হওয়ার পথে চলচিত্র ৮৩

বিনোদন ডেস্ক

কপিল দেবের নেতৃত্বে ভারত জাতীয় ক্রিকেট দল ১৯৮৩ সালে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। তার উপর ভিত্তি করে কপিল দেবের বায়োপিক চলচিত্র ৮৩। আর এতে অভিনয় করেছেন রণভীর সিং, দীপিকা পাডুকোন, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখ।

করোনা মহামারীর পর বলিউড ইন্ডাস্ট্রি অনেকটাই অপ্রত্যাশিত হয়ে গেছে। একের পর এক পজিটিভ রিভিউ পাওয়া মুভি মুখ থুবড়ে পড়ছে বক্সঅফিসে।

ট্রেইলার প্রকাশিত হওয়ার পর সবাই আশাবাদী ছিলো এই চলচিত্র নিয়ে। চলচিত্রটি প্রকাশিত হওয়ার পরও ক্রিটিকস দের কাছ থেকে পেয়েছে প্রসংশা কিন্তু বক্স অফিস?

সেখানে একদমই বাজিমাৎ করতে পারলো না ৮৩। তিনদিন শেষে চলচিত্রটির মোট আয় ৪৭ কোটি আর চতুর্থ দিনে আসতে চলেছে ৬-৭ কোটি রুপি।

এরকম আয় নিয়ে আদৌও এই চলচিত্র ১০০ কোটির ক্লাবে ঢুকবে কি না তা নিয়েই এখন সন্দেহ থেকে যাচ্ছে!

২০০ কোটিরও বেশি বড় বাজেটের এই চলচিত্র দিনশেষে নাম লেখাতে যাচ্ছে এপিক ডিজাস্টার এর খাতায়।

থাগস অফ হিন্দুস্তান, জিরো মুভির পর আরো একটা এপিক ডিজাস্টার এর দেখা পাচ্ছে বলিউড। সোর্সঃ বক্স অফিস ইন্ডিয়া।

বৃদ্ধের কাছে রণবী ক্ষমা চাওয়ায় ভাইরাল

তবে পর্যালোচকদের ধারণা স্পাইডারম্যান, পুষ্পা, ম্যাট্রিক্সের জন্য এমনিতেই দাঁড়াতে পারছেনা অন্যান্য চলচিত্রগুলো।

তার উপরে কয়েকদিনের মধ্যেই মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত আরআরআর, জার্সি ও রাঁধে শ্যাম। ভুল সময়ে মুক্তি দেয়া হয়েছে ৮৩, না হয় অন্তত ডিজাস্টার হতো না।

উল্লেখ্য, ভারতীয় হিন্দি ভাষার স্পোর্টস ড্রামা ফিল্ম ৮৩। ছবিটি পরিচালনা করেছেন কবির খান। যা দীপিকা পাড়ুকোন, কবির খান, বিষ্ণু বর্ধন ইন্দুরি, সাজিদ নাদিয়াদওয়ালা, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং ৮৩ ফিল্ম লিমিটেড দ্বারা প্রযোজিত।

Source
বিনোদন ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button