Sub Lead Newsজাতীয়

প্রধান নির্বাচন কমিশনারের ক্ষমা চাওয়া উচিত: সুজন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার আপত্তিকর কথা বলার জন্য ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার ভার্চুয়ালি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে সুজন।

নির্বাচন কমিশনের দেওয়া কাজে অনিয়মের অভিযোগ তুলে সিইসির দেওয়া বক্তব্যের প্রতিবাদে সুজন এ সংবাদ সম্মেলন আয়োজন করে। এ সময় ড. তোফায়েল আহম্মেদ, এম হাফিজউদ্দীন খান, ড. শাহদীন মালিক, সৈয়দা রিজওয়ানা হাসান, দিলীপ কুমার সরকারসহ সুজনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কোন প্রক্রিয়ায় ড. শামসুল হুদা কমিশন সুজনকে কাজ দিয়েছিল— সংবাদ সম্মেলনে জানতে চাইলে ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘এটি টেকনিক্যাল বিষয়। আমি টেকনিক্যাল পদ্ধতি জানি না। আদালতের রায় আছে যে, প্রার্থীদের (হলফনামা) তথ্য প্রচার করতে হবে। তখন তৎকালীন এটিএম শামসুল হুদা কমিশন এ কাজে আমাদের সহায়তা নিয়েছিল। আমরা জানি না; যেহেতু টেকনিক্যাল বিষয়, সেহেতু তারাই বলতে পারবেন কোন প্রক্রিয়ায় কাজ দিয়েছিলেন।’

তিনি বলেন, সিইসির বক্তব্যে কেবল তাঁর নয়, সুজনের সঙ্গে যুক্ত সবার মানহানি হয়েছে। এ বিষয়ে মানহানি মামলা করা হবে কি না, পরে তা আলোচনা করা হবে।

তিনি আরও বলেন “নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা অনেক। রাতকে দিন আর দিনকে রাত করা ছাড়া সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তারা সব কাজ করতে পারে। আদালতের রায় আছে- নির্বাচন নিয়ে অভিযোগ উঠলে ইসি তদন্ত করতে পারে। তদন্তে সেই অভিযোগ প্রমাণ হলে নির্বাচন বাতিল করতে পারে। কিন্তু তারা কোনোটিই করেনি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button