Sub Lead Newsপ্রবাস

করোনা: ইতালিতে ২ লাখের বেশি শনাক্ত ,মৃত্যু ১৯৮

ঢাকা হাব ডেস্ক

ইতালিতে ফের দ্রুত করোনার সংক্রমণ বাড়ছে। গত এক সপ্তাহে করোনা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (৬ জানুযারি) ২৪ ঘন্টায ২ লাখ ১৯ হাজার ৪৪১ জন সংক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৯৮ জনের।

ইতালিতে এদিন ১১ লাখ ৩৮ হাজার ৩১৩ জনের করোনা পরীক্ষা করা হয়।

২০২১ সালের শেষ দিকেই করোনার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় দেশটিতে। বছরের শেষ দিন ১ লাখ ৪৪ হাজার ২৪৩ জন আক্রান্ত হন এবং মারা যান ১৫৫ জন।

ইতালিতে সবকিছু স্বাভাবিক থাকলেও নিয়মনীতিতে বাড়তি সতর্কতা বাড়ানো হয়েছে। এর মধ্যে এফএফপি২ মাস্ক বিভিন্ন যানবাহনে বাধ্যতামূলক করা হয়েছে ।

সরকার আগের মতোই দেশের অর্থনীতি , জনগণের খাদ্য ও কর্ম নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছে। টিকার বুস্টার ডোজ দেওয়া অব্যাহত রয়েছে।

কোনো কোনো প্রাইভেট কোম্পানিতে শ্রমিকদের কাজের সময় পরিবর্তন করে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। করোনার প্রভাবে যেন কোম্পানি বন্ধ হয়ে না যায় সেজন্য বিভক্ত করা হয় এসব শ্রমিকদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button