আন্তর্জাতিকস্বাস্থ্য

করোনা: বিশ্বে একদিনে মৃত্যু ছয় হাজার

সংক্রমণ ও প্রাণহানির যুক্তরাষ্ট্রে বেশি

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসে দৈনিক মৃত্যু ও সংক্রমণ বেড়েই চলেছে বিশ্বে। গত ২৪ ঘণ্টায়  করোনায় সংক্রমিত হয়ে ছয় হাজার ৩১৬ জন মারা গেছেন। এসময়ে বিশ্বে নতুন করে ২১ লাখ ৭ হাজার ৪৬৫ জন সংক্রমিত হয়েছেন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে।  তবে শনাক্ত কমেছে।

বুধবার (৫ জানুয়ারি) সকালে করোনা ভাইরাসে সংক্রমিত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ এ তথ্য জানা যায়।

মহামারি শুরুর পর থেকে বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৫৪ লাখ ৭৩ হাজার জন ও মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২৯ কোটি ৫৪ লাখ ২১ হাজার ৬১৫ জনে।

২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দেশটিতে নতুন করে পাঁচ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন এক হাজার ৮২৪ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ্ দেশ।

দৈনিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৩৪ জন এবং আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯০৩ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১৮ হাজার ৭২৪ জন আক্রান্ত এবং মারা গেছেন ৪৮ জন। একই সময়ে ইতালিতে আক্রান্ত ১ লাখ ৭০ হাজার ৮৪৪ জন এবং মারা গেছেন ২২২ জন।

ফ্রান্সে গত একদিনে কারোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৭১ হাজার ৬৮৬ জন এবং মারা গেছেন ৩৫১ জন।
২৪ ঘণ্টায় স্পেনে নতুন আক্রান্ত ১ লাখ ১৭ হাজার ৭৭৫ জন এবং ১১৬ জনের মৃত্যু হয়েছে।

জার্মানিতে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৮৯০ জন এবং মারা গেছেন ৩৯৭ জন। একই সময়ে ইউক্রেনে নতুন সংক্রমিত ১ হাজার ৭৪৬ জন এবং মারা গেছেন ১৩৫ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১৮১ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৭৫৯ জন।

সংক্রমনের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৫০ লাখ ১১ হাজার ৯৯০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৮২ হাজার ১৭ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে তুরস্কে ১৩৭ জন, পোল্যান্ডে ৪৩৩ জন, দক্ষিণ আফ্রিকায় ১৩৯ জন, হাঙ্গেরিতে ৮৩ জন, বুলগেরিয়ায় ১৫৭ জন এবং মেক্সিকোতে ৩৭ জনের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button