Top Newsআন্তর্জাতিক

করোনা ভাইরাস: বিশ্বজুড়ে সংক্রমণ ৩০ কোটি ছাড়ালো

মৃত্যু প্রায় সাড়ে ছয় হাজার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কম। তুলনামূলক কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ। ভাইরাসটিতে নতুন করে সংক্রনের সংখ্যা নেমে এসেছে সোয়া ২৪ লাখের নিচে।

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে পোল্যান্ড, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালি। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০ কোটি ৬ লাখের ঘর। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৪ লাখ ৮৯ হাজার।

শুক্রবার সকালে করোনা ভাইরাসে সংক্রমিত , মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৬ হাজার ৬৬৯ জন।

ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ২৪ হাজার ৬২ জন। শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৫০ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ কোটি ৬ লাখ ১১ হাজার ১৭ জনে।

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৮০২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৩১৬ জন।

যুক্তরাজ্যে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭৫৬ জন। মারা গেছেন ২৩১ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৪৪১ জন এবং মারা গেছেন ১৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনা সংক্রমণ কিছুটা কমেছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ২ লাখ ৬১ হাজার ৪৮১ জন এবং মারা গেছেন ২০৪ জন।

জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৬ হাজার ৭৮৭ জন। মারা গেছেন ৩০৫ জন। ইউক্রেনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৬৩২ জন এবং মারা গেছেন ১৮৭ জন।

ব্রাজিল করোনায় সংক্রমনের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭১ জন । নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ২১৮ জন।

করোনায় সংক্রমনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।

গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৫৬ জন, পোল্যান্ডে ৬৪৬ জন, দক্ষিণ আফ্রিকায় ৪৫ জন, হাঙ্গেরিতে ৮০ জন এবং ভিয়েতনামে ১৬৯ জন মারা গেছেন। অন্যদিকে, মেক্সিকোতে মারা গেছেন ৯৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button