Top Newsআন্তর্জাতিক

বিশ্ব করোনা: মৃত্যু হয়েছে সাড়ে ১১ হাজার, শনাক্ত ৩০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে সাড়ে ১১ হাজার ও শনাক্ত হয়েছেন ৩০ লাখ মানুষ। বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ৩০ লাখ ১১ হাজার।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। দৈনিক প্রাণহানির তালিকায় আজও শীর্ষে যুক্তরাষ্ট্র। এরপরই রয়েছে ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা ও মেক্সিকো। সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ কোটি ৫০ লাখের ঘর। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৭ লাখ ১৭ হাজার।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১১ হাজার ৬৮৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৭ লাখ ১৭ হাজার ৮০৯ জনে।

ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ লাখ ১১ হাজার ৪৪৪ জন। দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দেড় লাখ।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৩৬৩ জন। মৃত্যু হয়েছে ২৭৬ জন।

যুক্তরাষ্ট্রে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন । মারা গেছেন ২ হাজার ৭৫৭ জন।

রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৬৭৮ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৮৮৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২১ লাখ ২৮ হাজার ৭৯৬ জন । মৃত্যু হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৬৯০ জন।

তুরস্কে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৬৮২ জন ও মৃত্যু হয়েছে ২১৭ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৯৪ জন ও মারা গেছেন ৩৯৫ জন।

স্পেনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ২২২ জন ও মারা গেছেন ২২৪ জন।

যুক্তরাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৮ হাজার ৮৫ জন । মারা গেছেন ৫৩৪ জন। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৫ লাখ ১৫ হাজার ১৯৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন

কলম্বিয়ায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ১১০ জন। মারা গেছেন ২৩০ জন।

জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৩২২ জন। মারা গেছেন ১৭৪ জন।  মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩ লাক ৩ হাজার ১০০ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ১ লাখ ১৮ হাজার ৮৮৩ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ১৪ জন ও মারা গেছে ২০৪ জন।

ইউক্রেনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ১৪ জন ও মারা গেছেন ২০৪ জন।

ব্রাজিল সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৯৪৬ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৫৫২ জন।

ভারতে ভাইরাসে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ১৭ লাখ ৯৫ হাজার ৪৭৮ জন ও মারা গেছেন ৪ লাখ ৯৮ হাজার ৯৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ১৭৫ জন,কানাডায় ১৭৭ জন, পোল্যান্ডে ৩১৮ জন, গ্রিসে ১১৩ জন,আর্জেন্টিনায় ৩২১ জন, হাঙ্গেরিতে ৭৭ জন ও পেরুতে মারা গেছেন ২৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৮২৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button