সারা বাংলা

কাজী ফার্মস গ্রুপের ৭০০ কম্বল ফিরিয়ে দিলেন পঞ্চগড়ের এমপি

প্রতিনিধি, পঞ্চগড়

কাজী ফার্মস গ্রুপ জেলার বিভিন্ন জনপ্রতিনিধিদের মাধ্যমে এবারও কয়েক হাজার কম্বল বিতরণ করছে। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্যমজাহারুল হক প্রধানের কাছে বিতরণের জন্য ৭০০ কম্বল প্রদান করে কাজী ফার্মস গ্রুপ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান তার নিজ বাড়ি থেকে ট্রাকযোগে কম্বল বিতরণের জন্য বের হন। পরে বেলা ১১টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দেওয়ার প্রস্তুতি নেন। ট্রাক থেকে কম্বলগুলো নামানোর সময় দেখা যায় কম্বলগুলো অনেক পাতলা এবং নিম্নমানের। এতে হতবাক হয়ে যান মজাহারুল হক প্রধান। পরে তিনি গণমাধ্যমকর্মীদের ডেকে নিয়ে জনসম্মুখে কম্বলগুলো কাজী ফার্মস গ্রুপকে ফিরিয়ে দেওয়ার ঘোষণা দেন। দুপুর দেড়টার দিকে কাজী ফার্মসের রিজিওন কার্যালয়ের প্রতিনিধি স্টোর নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের মাধ্যমে কম্বলগুলো ফিরিয়ে দেন।

এ বিষয়ে কাজী ফার্মস গ্রুপের পঞ্চগড় রিজিওনের ব্যবস্থাপক আকরামুজ্জামান শেখ বলেন, কারও সুপারিশ ছাড়াই সরাসরি শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয় প্রতি বছর। চলতি শীত মৌসুমে পঞ্চগড় জেলায় প্রায় ২০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল ফেরত দেওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি। তিনি আরো বলেন, যে মানের কম্বল জেলা প্রশাসককে বিতরণের জন্য দেওয়া হয়েছে সেই মানের কম্বল সংসদ সদস্যকেও বিতরণের জন্য দেওয়া হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button