
কাপড় মোড়ানো দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহাবাগের সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
রোববার ভোরে স্থানীয়দের ফোন পেয়ে শাহবাগ থানা পুলিশ কাপড় মোড়ানো মরদেহ দুটি উদ্ধার করে। নবজাতকগুলোর বয়স সর্বোচ্চ দুই দিন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক শাহাবউদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ গেটেরবিপরীত পাশে ছবির হাট হতে টিএসসি যাওয়ার মাঝখানে রাস্তায় পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বক্সে কাপড়ে মোড়ানো দুটি নবজাতক পাওয়া যায়।
পুলিশ বলেন, হয়তো রাতের বেলা কেউ তাদের ফেলে যায়। ময়না তদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।