Sub Lead Newsজাতীয়

কামরাঙ্গীরচরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশু নিহত

প্রতিবেদক, ঢাকা নিউজ হাব

কামরাঙ্গীরচরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- মো. আব্দুর রহমান (৯) ও মোছা. লামিয়া (২)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই-বোন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সিলেটিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মৃত লামিয়ার ভাই রাসেল জানান, রহিম ও লামিয়া সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ থানার কাশিপুর গ্রামে। কামরাঙ্গীরচরের সিলেটিবাজারের আহসানবাগ বোরহান উদ্দিনের বাসায় পরিবারের সঙ্গে তারা ভাড়া বাসায় থাকতো।

শুক্রবার সন্ধ্যায় রহিম ও লামিয়া ছাদে খেলতে যায়। ভবনের ছাদে রেলিং না থাকায় অসাবধানতাবশত তারা নিচে পড়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button