
কিসের করোনা, কিসের কি! গ্যালারিতে ফিরেছে দর্শক! করোনা সংক্রমণের গতি কমলেও, বেড়েছে মৃত্যু। দর্শকবিহীন বিপিএলে এবার মাঠের গ্যালারিতে ফিরেছে দর্শক নকআউট পর্ব থেকে। তবে অনিয়ম লক্ষ্য করা গেছে প্রথম দিনেই।
সংক্রমণের হার কিছুটা কমে যাওয়ায়, সরকারের নির্দেশনা মেনে স্বল্প পরিসরে বিপিএলের নকআউট পর্ব থেকে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।
তবে আগেই জানিয়ে দেয়া হয়েছিল, সাধারণ দর্শকদের জন্য কোন টিকিট বিক্রি করা হবে না। নকআউট পর্ব থেকে ফাইনাল পর্যন্ত ৬ প্রতিযোগী দলের মাধ্যমে প্রতি খেলায় তিন থেকে সর্বোচ্চ ৪ হাজার টিকিট দেয়া হবে।
সংশ্লিষ্ট দলগুলো তাদের ভক্ত ও সমর্থকদের মধ্যে টিকিট বিতরণ করবে এবং টিকিট প্রাপ্ত দর্শকরা করোনা প্রটোকল মেনে মুখে মাস্ক এঁটে মাঠে প্রবেশ করবে। মাঠে প্রবেশ করার পর সামাজিক দুরত্ব বজায় রেখে দর্শক বসবে ছড়িয়ে-ছিটিয়ে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এলিমিনেটর রাউন্ড এবং কোয়ালিফায়ার-১ এর ম্যাচে শের-ই বাংলায় প্রথম ম্যাচে নিয়ম মেনেই সব হয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স ম্যাচে দর্শক ছিল আনুমানিক পাঁচশত।
তবে সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল ম্যাচে পূর্ব দিকের গ্যালারি, উত্তর ও দক্ষিণ কোণের শহীদ জুয়েল ও শহীদ মোশতাক স্ট্যান্ড এবং গ্র্যান্ড স্ট্যান্ড মিলে ৩ হাজারের মত দর্শক এসেছিলো খেলা দেখতে।
গ্যালারিতে বসে খেলা দেখতে আসা দর্শক, ভক্ত ও সমর্থকদের বড় অংশই করোনা প্রটোকল মানেননি। তাদের বেশির ভাগেরই মুখে ছিলোনা মাস্ক। সবাই আবার বসেও ছিল গাদাগাদি করে। কিসের করোনা, কিসের কি! সামাজিক দুরত্ব মোটেও মানেনি মাঠে আসা দর্শকরা।
মাঠে দর্শকদের এমন বসা নিয়ে বিসিবিরও কোনো উদ্যোগ কিংবা তৎপরতা চোখে পড়েনি। ছিলোনা কোন ব্যবস্থাপনা এবং চোখে পড়ার মত নির্দেশিকা বাধ্য করার অবস্থা।
অথচ আগের দিন রবিবার বিসিবি থেকে জোর দিয়ে বলা হয়েছিল, করোনা প্রটোকল মেনেই মাঠে আসতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক, অথচ তা বাস্তব রূপ পায়নি।
তবে কি বিসিবি থেকে বিষয়টি দেখা হচ্ছে না? বিপিএল কর্তৃপক্ষ এবং বোর্ড কর্মকর্তারা কী দেখেছেন মাঠে আসা দর্শক ও ভক্ত-সমর্থকরা করোনা প্রটোকল মানছেন না?
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিককে এ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা বিষয়টি খুঁটিয়ে দেখছি। মাস্ক পরা বাধ্যতামূলক। করোনা প্রটোকল মেনে দর্শক উপস্থিতিতে খেলা হবে। এটা সরকারের ঊর্ধ্বতন মহল থেকে আমাদের বলা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে ভাবছি এবং আগামী দিনগুলো থেকে যাতে মাঠে আসা দর্শকরা করোনা প্রটোকল মেনে খেলা দেখতে আসেন, সে ব্যবস্থা নেব।’