
কুমিল্লায় লাকসামে বিআরটিসি পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের লাকসামের কালিয়াচোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন। নিহতরা হলেন- বাহার মিয়া ( ৫০) ও তার শাশুড়ি। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা নোয়াখালীর দিকে যাচ্ছিলেন।
এসআই মো. জসিম উদ্দিন বলেন, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো দুজন যাত্রী আহত হয়েছেন। এই খবর পাওয়া পর্যন্ত জানাযায় নিহতদের মরদেহ ফাঁড়িতে রয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।