Exclusive 2সারা বাংলা

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে রেকর্ড করা হয়েছে। এর ফলে জেলা জুড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ।

আজ (শুক্রবার) সকালে জেলার রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার বিকেল থেকে উত্তরীয় হিমেল হাওয়ার মাত্রা বাড়তে থাকে। যা শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। এর ফলে তাপমাত্র কমে যায়। আকাশে মেঘ না থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে।’

শীত বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে গেছে এ অঞ্চলের সাধারণ মানুষের জীবন। ঘন কুয়াশায় হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

শীতবস্ত্রের অভাবে ঠান্ডায় কাবু হয়ে পড়ছেন জেলার সাড়ে চার শতাধিক চর ও দ্বীপ চরের মানুষসহ শিশু ও বৃদ্ধরা। একই পরিস্থিতি নদ-নদী সংলগ্ন বাঁধে আশ্রয় নেওয়া মানুষজনেরও। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button