
কুয়াশায় ঢাকা মাদারীপুরের সড়ক-মহাসড়ক। সোমবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা যায়নি। সকালে মাদারীপুর শহরের বিভিন্নস্থান থেকে মাদারীপুর-বরিশাল-ঢাকা মহাসড়ক ও মাদারীপুর-শরিয়াতপুর মহাসড়ক রুটের যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
মাদারীপুরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪২ ডিগ্রি সেলসিয়াস।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ে ঢাকা পড়ে আছে। সকাল থেকে তেমন যানবাহন চলতে দেখা যায়নি। এক্সপ্রেসওয়েতে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না।
হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক জানান, আমাদের টিম মহাসড়কে দায়িত্ব পালন করছে। কুয়াশার কারণে তেমন যানবাহন সড়কে নেই। ধীর গতিতে চলাচল করছে।