অর্থনীতি

কৃষি পদক পেল এনআরবিসি ব্যাংক

প্রতিবেদক, ঢাকা নিউজ হাব

কৃষি পদক পেল এনআরবিসি ব্যাংক। কৃষিখাতের উন্নয়নে বিশেষ অবদানের জন্য আরটিভি কৃষি পদক-২০২২ পেয়েছে এনআরবিসি ব্যাংক।

সম্প্রতি, রাজধানীর একটি হোটেলে ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল ও পরিচালক একেএম মোস্তাফিজুর রহমানের হাতে কৃষিপদক তুলে দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

দেশের কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত কৃষক, খামারি গবেষক, বিজ্ঞানী ও সম্প্রসারণকর্মীদের অবদানকে স্বীকৃতি ও তাদের উৎসাহ দিতে গত বছর থেকে কৃষি পদক দিয়ে আসছে আরটিভি। এ বছর ১০টি ক্যাটাগরিতে ৮ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে এ পদক দেওয়া হয়েছে। কৃষি উন্নয়নে বিশেষ অবদানের জন্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে আরটিভি কৃষি পদক আজীবন সম্মাননা দেওয়া হয়।

সেরা কৃষি উদ্ভাবন ক্যাটাগরিতে প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট , ময়মনসিংহ ও সেরা উদ্যোগ ক্যাটাগরিতে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনকে পদক দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button